সিমেন্টের ট্রাকের ত্রিপল খুলতেই বেরিয়ে এলো মানুষ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৮:৩১ পিএম, ৩০ মে ২০২০

শাহ সিমেন্টের ট্রাকে ত্রিপল পেঁচিয়ে রংপুর থেকে নারায়ণগঞ্জ এলেন ২০ জন শ্রমিক। ট্রাকযোগে মুন্সিগঞ্জের মুক্তারপুর কারখানায় যাওয়ার পথে নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশের হাতে ধরা পড়েন তারা। ট্রাকের ওপর ত্রিপল দেখে পুলিশের সন্দেহ হলে গাড়ি থামিয়ে তাদের আটক করা হয়।

শনিবার (৩০ মে) বিকেলে ফতুল্লার পঞ্চবটি এলাকায় মানুষভর্তি ওই ট্রাকটি আটক করে ফতুল্লা থানা পুলিশের কাছে সোপর্দ করে ট্রাফিক পুলিশ। পরে ফতুল্লা থানা পুলিশ ঘটনার তদন্ত করে শাহ সিমেন্টের ট্রাকটি থানায় নিয়ে শ্রমিকদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেন। তবে ট্রাকটি আটক রাখা হয়েছে।

ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, স্বাস্থ্যবিধি না মেনে রংপুর থেকে শাহ সিমেন্ট কর্তৃপক্ষ তাদের ২০ জন শ্রমিককে নিজস্ব ট্রাকে উঠিয়ে ত্রিপল পেঁচিয়ে কৌশলে নিজ কারখানায় নিয়ে যাচ্ছিল। ফতুল্লার পঞ্চবটি মোড়ে ট্রাকটি দেখে সন্দেহ হলে থামানো হয়। এ সময় পুলিশ ট্রাকে উঠে ত্রিপল তুলে দেখেন ২০ জন মানুষ।

man

ওসি বলেন, করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি না মেনে শরীরের সঙ্গে শরীর মিলিয়ে ২০ জন শ্রমিক বসে আছেন ট্রাকে। পরে যাত্রীসহ ট্রাক আটক করে থানায় নিয়ে আসা হয়। শ্রমিকদের জিজ্ঞাসাবাদে তারা জানায় রংপুর থেকে কাজ করার উদ্দেশ্যে শাহ সিমেন্ট কারখানায় যাচ্ছেন। তখন শ্রমিকসহ ট্রাকটি আটক করে পুলিশ। পরে ঘটনার তদন্ত ও যাচাই করে শ্রমিকদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। তবে ট্রাকটি আটক রাখা হয়েছে।

শাহাদাত হোসেন/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।