বগুড়ায় করোনাভাইরাস : নারী-শিশুসহ আক্রান্ত ৩৫

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ১০:০৯ পিএম, ০১ জুন ২০২০
ফাইল ছবি

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার (০১ জুন) রাতে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

বগুড়ায় নতুন করে ৩৫ জন করোনা আক্রান্তের মধ্যে পুরুষ ২৬ জন, নারী আটজন এবং শিশু একজন। এদের মধ্যে সদরের ২০ জন, সারিয়াকান্দির ছয়জন, শাজাহানপুরের চারজন, গাবতলীর দুইজন, কাহালু, নন্দীগ্রাম ও শেরপুরের একজন করে।

বগুড়ায় করোনাভাইরাসে মোট আক্রান্ত ৩৯২ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ জন। মৃত্যু হয়েছে একজনের। এখন চিকিৎসাধীন রয়েছেন ৩৭১ জন।

এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।