বগুড়ায় একদিনে ১৪ পুলিশ করোনাভাইরাসে আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ১০:৩২ পিএম, ০২ জুন ২০২০

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (২ জুন) রাতে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৪৯ জনে। আক্রান্তদের মাঝে বগুড়ার একজন অতিরিক্ত পুলিশ সুপারসহ ১৪ পুলিশ ও একজন আইনজীবীও রয়েছেন। মঙ্গলবার রিপোর্ট পাওয়া করোনাভাইরাস পজিটিভ হওয়া সবাই পুরুষ।

মঙ্গলবার আক্রান্তদের মাঝে বগুড়া সদরে ৩৫ জন, শেরপুরে ৫ জন, গাবতলীতে ৩ জন, শাজাহানপুরে ১ জন, আদমদিঘীতে ১ জন, সারিয়াকান্দিতে ১ জন ও ধুনটে ১ জন রয়েছেন।

শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, শেরপুরে আক্রান্ত ৫ জনের মাঝে রয়েছেন একজন পুলিশ কর্মকর্তা, স্যানালপাড়ার একজন ৬০ বছর বয়সী ব্যক্তি, খন্দকারটোলার ৫৭ বছর বয়সী একজন, ছোনকা এলাকার ৩৯ বছর বয়সী এক ব্যক্তি ও বিশালপুরের মানিকচাপড় এলাকার একজন ব্যক্তি (৪৫)। এ নিয়ে শেরপুরেমোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৮ জনে।

বগুড়ায় করোনাভাইরাসে মোট আক্রান্ত ৪১৫ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৩ জন। মৃত্যু হয়েছে একজনের। এখন চিকিৎসাধীন ৪১৫ জন।

এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।