ডিউটির সময় পুলিশ সদস্যকে চাপা দিলো ট্রাক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ১২:২৮ পিএম, ০৪ জুন ২০২০
ফাইল ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ট্রাকচাপায় পুলিশ সদস্য আব্দুল হান্নান (৫৫) নিহত হয়েছেন। বুধবার রাত ২টার দিকে এশিয়ান হাইওয়ে সড়কের মদনপুর জয়দেবপুর সড়কের সিংলাবো এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে বৃহস্পতিবার সকালে পুলিশ তা নিশ্চিত করে।

রাতে দায়িত্ব পালনের সময় দুর্ঘটনায় নিহত হন ওই পুলিশ সদস্য। নিহত আব্দুল হান্নান মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার ইমামপুর এলাকার আব্দুল আজিজ সরদারের ছেলে। তিনি তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্য হিসেবে কর্মরত ছিলেন।

জানা যায়, বুধবার রাতে সোনারগাঁ থানার তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশের অন্য সদস্যদের সঙ্গে ডিউটিতে বের হন পুলিশ সদস্য হান্নান। এ সময় ফাঁড়ির নিজস্ব যানবাহন না থাকায় মহাসড়কে নিষিদ্ধ সিএনজিতে ডিউটি করেন তারা। পরে বৃহস্পতিবার ভোরের আগে এশিয়ান হাইওয়ে সড়কের মদনপুর জয়দেবপুর সড়কের সিংলাবো এলাকায় একটি মালবাহী ট্রাক পুলিশের ডিউটিরত সিএনজিটিকে ধাক্কা দিলে সেখানে তার মৃত্যু হয়। এ সময় সিএনজিতে থাকা অন্য পুলিশ সদস্যরা গুরুতর আহত হন।

এদিকে নিজস্ব যানবাহন না থাকায় মহাসড়কে সিএনজি অটোরিকশা দিয়ে দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশ সদস্যরা ঝুঁকিতে থাকেন বলে ক্ষোভ প্রকাশ করেন অন্যান্য পুলিশ সদস্যরা।

তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ আহসান উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতে ডিউটিরত অবস্থায় মালবাহী ট্রাক চাপা দিলে এক পুলিশ সদস্য মারা যান। ঘাতক চালকসহ ট্রাকটি আটকের চেষ্টা চলছে।

শাহাদাত হোসেন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।