যশোরে কৃষকের বস্তাবন্দি লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৩:৫৭ পিএম, ০৫ জুন ২০২০
ফাইল ছবি

যশোরের চৌগাছা উপজেলায় বাওড় থেকে বিপুল হোসেন (৩৫) নামে এক কৃষকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (০৫ জুন) সকাল ৯টার দিকে বেড়গোবিন্দপুর বাওড়ের মুলি খালি বটতলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত বিপুল হোসেন চৌগাছার কাকুড়িয়া গ্রামের সাবেক মেম্বার শামসুল হকের ছেলে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) তৌহিদুল ইসলাম বলেন, শুক্রবার সকাল ৯টার দিকে বস্তাবন্দি কিছু একটা দেখতে পেয়ে পুলিশকে সংবাদ দেয় স্থানীয়রা। চৌগাছা থানা পুলিশের এসআই শাহীন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে বস্তা কেটে ভেতর থেকে একজন যুবকের মরদেহ বের করে। মরদেহ চৌগাছার ছোট কাকুরিয়া গ্রামের অপহৃত বিপুলের বলে দাবি করেছেন তার স্বজনরা।

মিলন রহমান/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।