ফরিদপুরে করোনাভাইরাস : পুলিশসহ আরও ২৯ জন পজিটিভ
ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় তিন পুলিশ সদস্যসহ নতুন করে আরও ২৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে ফরিদপুর জেলায় করোনাভাইরাস শনাক্তের সংখ্যা দাঁড়াল ৪৩২ জন। শুক্রবার (০৫ জুন) সন্ধ্যায় ফরিদপুর মেডিকেল কলেজের করোনা শনাক্তকরণ ল্যাব সূত্রে এ তথ্য জানা গেছে।
নতুন আক্রান্তদের মধ্যে ভাঙ্গা উপজেলায় ১১, বোয়ালমারীতে ৬, ফরিদপুর সদরে ৪, সালথায় ৩, চরভদ্রাসন ও মধুখালীতে ২ জন করে এবং নগরকান্দায় একজন। এর মধ্যে ৭ জন নারী ও ২২ জন পুরুষ। শুক্রবার যাদের করোনাভাইরাস শনাক্ত হয়েছে তাদের মধ্যে তিনজন পুলিশ সদস্য রয়েছেন।
ফরিদপুরের করোনা শনাক্তকরণ ল্যাব সূত্রে জানা গেছে, শুক্রবার ফরিদপুর ও গোপালগঞ্জের মোট ২৪৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। মোট পজিটিভ শনাক্ত হয়েছে ৫৬ জনের। এর মধ্যে ফরিদপুরে ২৯ জন, গোপালগঞ্জের ২৬ জন ও রাজবাড়ীর একজন।
বৃহস্পতিবার পর্যন্ত ফরিদপুরে মোট শনাক্ত ৪৩২ জনের মধ্যে ফরিদপুর সদরে ১১৩ জন, ভাঙ্গায় ১০২ জন, বোয়ালমারীতে ৬২, নগরকান্দায় ৩৮, চরভদ্রাসনে ৩৮, আলফাডাঙ্গায় ২৮, সদরপুরে ২৬, মধুখালীতে ১৪ এবং সালথায় ১১ জন।
ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান বলেন, আক্রান্তদের আপাতত বাড়িতে রেখে চিকিৎসা দেয়া হবে। তবে শারীরিক পরিস্থিতির অবনতি হলে তাদের ফরিদপুরের করোনা ডেডিকেটেড হাসপাতালে আনা হবে।
বি কে সিকদার সজল/এএম/পিআর