সিলেটে একদিনে সর্বোচ্চ ৬৬ জনের করোনা শনাক্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিলেট
প্রকাশিত: ০৯:৩৭ পিএম, ০৬ জুন ২০২০

সিলেটে একদিনে আরও ৬৬ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। সিলেট জেলায় এটিই একদিনে সর্বোচ্চ করোনা শনাক্তের ঘটনা।

শনিবার (৬ জুন) রাতে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার ৬৬ জনের করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। আক্রান্তদের মধ্যে সিলেট মহানগর ও সদর উপজেলায় ৫৯ জন, ফেঞ্চুগঞ্জ উপজেলার ৩ জন, বিয়ানীবাজারের ৩ ও গোয়াইনঘাটের একজন রয়েছেন।

এ নিয়ে সিলেট বিভাগে মোট ১ হাজার ৪৭৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সিলেটে ৮৪৯ জন, সুনামগঞ্জে ২৭০ জন, হবিগঞ্জে ২০৮ জন ও মৌলভীবাজারে ১৫২ জন।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ৩২ জন। এর মধ্যে সিলেট জেলায় ২৩ জন, মৌলভীবাজারে ৪ জন ও সুনামগঞ্জে ৩ ও হবিগঞ্জ জেলায় দুজন মারা গেছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩৬০ জন।

ছামির মাহমুদ/এমএসএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।