সিলেটে একদিনে সর্বোচ্চ ৬৬ জনের করোনা শনাক্ত
সিলেটে একদিনে আরও ৬৬ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। সিলেট জেলায় এটিই একদিনে সর্বোচ্চ করোনা শনাক্তের ঘটনা।
শনিবার (৬ জুন) রাতে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শনিবার ৬৬ জনের করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। আক্রান্তদের মধ্যে সিলেট মহানগর ও সদর উপজেলায় ৫৯ জন, ফেঞ্চুগঞ্জ উপজেলার ৩ জন, বিয়ানীবাজারের ৩ ও গোয়াইনঘাটের একজন রয়েছেন।
এ নিয়ে সিলেট বিভাগে মোট ১ হাজার ৪৭৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সিলেটে ৮৪৯ জন, সুনামগঞ্জে ২৭০ জন, হবিগঞ্জে ২০৮ জন ও মৌলভীবাজারে ১৫২ জন।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ৩২ জন। এর মধ্যে সিলেট জেলায় ২৩ জন, মৌলভীবাজারে ৪ জন ও সুনামগঞ্জে ৩ ও হবিগঞ্জ জেলায় দুজন মারা গেছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩৬০ জন।
ছামির মাহমুদ/এমএসএইচ