৭০ নমুনা পরীক্ষায় ৩২ করোনা পজিটিভ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক শ্রীপুর (গাজীপুর)
প্রকাশিত: ১০:১৯ পিএম, ০৯ জুন ২০২০
প্রতীকী ছবি

গাজীপুুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনাভাইরাসের উপসর্গ থাকায় ৩০ মে ৭০ জনের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। ওই ৭০ জনের নমুনা পরীক্ষায় ৩২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এটিই উপজেলায় একদিনে সর্বোচ্চ শনাক্ত। এ নিয়ে উপজেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৮৪ জন।

মঙ্গলবার (০৯ জুন) এসব তথ্য জানিয়েছেন শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা এএসএম ফাতেহ আকরাম।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রণয় ভূষণ দাস বলেন, গার্মেন্টস কারখানা খোলা থাকায় প্রতিদিনই নমুনা দেয়া রোগীর সংখ্যা বাড়ছে। তবে আশার কথা হলো আগে নমুনা সংগ্রহ ঢাকায় পাঠানো হলেও আগামীকাল বুধবার থেকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে স্থাপন করা পিসিআর ল্যাবে শ্রীপুরের নমুনা পরীক্ষা করা হবে। এতে করে খুব দ্রুত সময়ের মধ্যে আমরা নমুনা দেয়া রোগীদের শনাক্ত করতে পারব। এতে করে আক্রান্ত রোগীদের হোম আইসোলেশনে রাখা হলে করোনা সংক্রমণ রোধ করা সম্ভব হবে।

শিহাব খান/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।