করোনার উপসর্গ নিয়ে সাবেক কৃষি কর্মকর্তার মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৬:৪৪ পিএম, ১০ জুন ২০২০

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে গাজীপুরস্থ কোভিড ডেডিকেটেড শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে এক ব্যক্তির (৭১) মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাতে তিনি মারা যান। তিনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নার্সারি তত্ত্বাবধায়ক হিসেবে কর্মরত ছিলেন। ১৩ বছর আগে তিনি অবসরে যান।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার মো. রফিুল ইসলাম বিষয়টি নিশ্চত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম জালাল উদ্দিন। তিনি গাজীপুর জেলা শহরের দক্ষিণ ছায়াবীথি এলাকার আলাল উদ্দিনের ছেলে। জালাল উদ্দিন করোনার উপসর্গ জ্বর, ঠাণ্ডা, কাশি শ্বাসকষ্ট নিয়ে ৮ জুন ওই হাসপাতালে ভর্তি হন। পরে মঙ্গলবার রাত ৯টার দিকে তিনি মারা যান। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হলেও রিপোর্ট আসেনি। এছাড়া তার ডায়াবেটিকস ও হার্টের সমস্যা ছিল।

প্রসঙ্গত, এর আগে বুধবার (৩ জুন) দিবাগত রাতে এবং ২৩ মে (শনিবার) দিবাগত রাতে করোনায় আক্রান্ত দুই ব্যক্তি এ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।

আমিনুল ইসলাম/এমএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।