জুয়া খেলা নিয়ে ছুরিকাঘাতে যুবককে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৩:২৫ পিএম, ১২ জুন ২০২০
ফাইল ছবি

গাজীপুরের কালিয়াকৈরে জুয়া খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে এক যুবককে হত্যা করেছে তার সহযোগীরা। শুক্রবার (১২ জুন) ভোরে উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকার পরিত্যাক্ত হোসাফ মিটার লিমিটেড কারখানার ভেতরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।

স্থানীয়দের বরাত দিয়ে কালিয়াকৈর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন মজুমদার জানান, ওই কারখানার ভেতরে বৃহস্পতিবার (১১ জুন) রাতে একদল যুবক জুয়া খেলছিল। এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে অজ্ঞাত পরিচয় ওই যুবককে তার সহযোগীরা ছুরিকাঘাত করে। পরে ভোরে তারা মৃত্যু নিশ্চিত ভেবে তাকে কারখানা থেকে মহাসড়কে ফেলে দেয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয়রা বিষয়টি দেখে ফেললে ওই যুবককে ফেলে পালিয়ে যায় তার সহযোগীরা। পরে তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। তবে নিহতের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

আমিনুল ইসলাম/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।