১৭ দিন পর গাজীপুরে কমলো করোনার সংক্রমণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৯:২০ পিএম, ১২ জুন ২০২০
ফাইল ছবি

১৭ দিন পর গাজীপুরে করোনাভাইরাসের সংক্রণমণ কমেছে। গত ২৬ মে থেকে টানা ঊর্ধ্বমুখী থাকার পর শুক্রবার (১২ জুন) প্রথম পিছু হটেছে প্রাণঘাতী ভাইরাসটি।

আগের দিন ৬০৯ জনের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ পাওয়া গেছে ২৬ জনের। আক্রান্তের হার মাত্র ৪ দশমিক ২৭ ভাগ। আক্রান্তের সংখ্যা কমেছে গাজীপুর মহানগর ও সদর উপজেলায়ও। এ খবরে জেলার মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। একই সঙ্গে আশার আলো দেখা দিয়েছে।

শুক্রবার গাজীপুরের সিভিল সার্জন অফিসে সূত্রে জানা গেছে, আগের দিন পাঠানো ২৪ ঘণ্টার ৬০৯টি নমুনা পরীক্ষায় ২৬ জনের করোনা পজিটিভ এসেছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল দুই হাজার ১৪৩ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন দুজন। এ পর্যন্ত জেলায় মোট মারা গেলেন ২২ জন। নতুন আক্রান্তদের মধ্যে কালীগঞ্জে ১০, কালিয়াকৈরে আট, শ্রীপুরে ছয় এবং সিটি করপোরেশন ও সদর উপজেলায় দুজন।

জানা গেছে, গত মাসে ঈদের দিন জেলায় ১৫ জনের করোনা পজিটিভ হয়। তার পরদিন থেকে বাড়তে থাকে করোনার সংক্রমণ। ঈদের পরদিন সংক্রমণ প্রায় চারগুণ বেড়ে দাঁড়ায় ৫৮ জনে। এর পরদিন এক লাফে তা দাঁড়ায় ১১৫ জনে। এভাবে গতকাল বৃহস্পতিবার (১১ জুন) পর্যন্ত করোনার ঊর্ধ্বমুখী দাপট শুক্রবার কমে আসে। এদিন ২৬ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়।

তবে জেলা স্বাস্থ্য বিভাগের হিসাবে, শুক্রবার করোনা রোগীর সংখ্যা কমলেও জেলার প্রায় ঘরে ঘরে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে ভুগছেন লোকজন। অনেকে উপসর্গ নিয়ে মারাও যাচ্ছেন। শুক্রবার উপসর্গ নিয়ে দুজন এবং করোনা পজিটিভ একজন মিলে তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুজন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজন শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে মারা গেছেন।

আমিনুল ইসলাম/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।