অবশেষে করোনা পরীক্ষার কিট পেল নারায়ণগঞ্জ হাসপাতাল
কিট সংকটে ৬ দিন নারায়ণগঞ্জ ৩শ শয্যা হাসপাতালে করোনা পরীক্ষার নুমনা সংগ্রহ বন্ধ থাকার সাতদিনের মাথায় ১৯২০টি কিট এসেছে।
মঙ্গলবার (২৩ জুন) বিকেলে হাসপাতালটির তত্ত্বাবধায়ক (সুপার) ডা. গৌতম রায় এ তথ্য নিশ্চিত করেছেন।
ডা. গৌতম রায় জানান, কিট সংকটের কারণে গত বুধবার থেকে হাসপাতালের সরকারি পিসিআর ল্যাবে কার্যক্রম বন্ধ ছিল। এ কারণে প্রয়োজনীয় কিটের অভাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা সম্ভব হয়নি।বন্ধ ছিল নমুনা সংগ্রহও।১৯২০টি কিট হাতে পেয়েছি। এ কিট দিয়ে আগামী ৫-৬ দিন নমুনা পরীক্ষা সম্ভব। তবে আমরা চাহিদা দিয়ে রেখেছি। আশা করছি কিট সংকটের মতো ঘটনা আর ঘটবে না।
ডা. গৌতম রায় আরও বলেন, কিট যখন পেয়েছি আমরা আর সকালের অপেক্ষা করবো না। রাত থেকেই নমুনা পরীক্ষা করবো। কাল সকালেই কাঙ্খিত ব্যক্তিরা তাদের ফলাফল পেয়ে যাবেন।
গত কয়েকদিন বন্ধ থাকলেও মঙ্গলবার পূর্ব সময় অনুযায়ী নমুনা সংগ্রহ কার্যক্রম অব্যাহত ছিল বলেও জানান তিনি। আর কিট সাপ্লাইটা সুন্দরভাবে মেইনটেইন সম্ভব হলে আর কোনো জটিলতার মধ্যে পড়তে হবে না।
শাহাদাত হোসেন/এমএএস/এমকেএইচ