করোনায় মারা গেলেন ডা. আলী আজগর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ১২:৩৩ পিএম, ২৪ জুন ২০২০

নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মেডিসিন ও সার্জারির চিকিৎসক (অবসরপ্রাপ্ত) এবং মুক্তিযোদ্ধা ডা. মো. আলী আজগর (৭০) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। মঙ্গলবার (২৩ জুন) বিকেলে রাজধানীর পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নারায়ণগঞ্জ জেলা করোনা বিষয়ক কমিটির ফোকাল পারসন এবং সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. মো. আলী আজগরের ভাগনে নাসির আহমেদ আহাদ বলেন, ১০ থেকে ১২ দিন আগে তার জ্বর, কাশি ও শ্বাসকষ্ট দেখা দেয়। এজন্য তিনি প্রথমে তিনদিন বাড়িতে আইসোলেশনে ছিলেন। পরে অবস্থার অবনতি হলে তাকে আজগর আলী হাসপাতালে নিয়ে ভর্তি করি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেলে তিনি মারা যান।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে অবসর নেয়ার পর থেকেই নগরীর ডিআইটি এলাকায় ইভা মেডিকেল হলে বসে রোগী দেখতেন ডা. মো. আলী আজগর। করোনাকালেও তিনি রোগী দেখা বন্ধ করেননি। ধারণা করা হচ্ছে- সেখান থেকেই তিনি করোনায় আক্রান্ত হয়েছেন।

নারায়ণগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম বলেন, ডা. মো. আলী আজগর করোনায় আক্রান্ত হওয়ার পর কিছুদিন বাড়িতেই আইসোলেশনে ছিলেন। তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেলে তিনি মারা যান।

শাহাদাত হোসেন/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।