ছোট বোনকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বড় বোনের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৭:৫৮ পিএম, ১৪ আগস্ট ২০২০
ফাইল ছবি

কক্সবাজারের মহেশখালী উপজেলার ছোটমহেশখালীতে পুকুরে ডুবে যাওয়া ছোট বোনকে উদ্ধার করতে গিয়ে বড় বোন মিসকাত আকতারের (১২) সলিল সমাধি হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) দুপুর আড়াইটার দিতে স্থানীয় তেলিপাড়া জামে মসজিদের পুকুরে এ ঘটনা ঘটে।

নিহত মিসকাত আকতার ছোট মহেশখালী ইউনিয়নের তেলিপাড়া এলাকার মো. হাফেজের মেয়ে ও ছোটমহেশখালী আহমদিয়া তৈয়্যবিয়া মাদরাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। এ ঘটনায় তার ছোট বোন শারমিন আকতারকে (৭) গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়েছে।

মিসকাতের বাবা হাফেজ জানান, শুক্রবার দুই বোন কাপড় ধুতে স্থানীয় মসজিদের পুকুরে যায়। এ সময় গোসল করতে নেমে ডুব দিয়ে অনেকক্ষণ ডুবে থাকে ছোট বোন শারমিন আকতার। এতে সন্দেহ হওয়ায় তাকে উদ্ধারে ওই স্থানে ডুব দেয় বড় বোন মিসকাত আকতার। সে ডুব দেয়ার কিছুক্ষণ পর ছোট বোন শারমিন অজ্ঞান অবস্থায় ভেসে ওঠে। তবে মিসকাত ডুবে থাকে। একপর্যায়ে খবর পেয়ে লোকজন খোঁজ করে মিসকাতকেও অজ্ঞান অবস্থায় উদ্ধার করে। অজ্ঞান দুই বোনকে দ্রুত মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মিসকাতকে মৃত ঘোষণা করেন। তবে শারমিন বেঁচে আছে। তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

ছোটমহেশখালী ইউনিয়নের চেয়ারম্যান জিহাদ বিন আলী বলেন, ঘটনাটি শুনেছি, খুবই মর্মান্তিক। এই মৃত্যু নিয়ে স্থানীয়রা পুকুরে অশুভ কিছুর উপস্থিতি রয়েছে বলে মন্তব্য করছেন। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মিসকাতের পরিবারকে সহায়তা দেয়া হবে।

সায়ীদ আলমগীর/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।