‘তোর মাকে মেরে ফেলেছি, আমি আর বাঁচব না’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৩:০৩ পিএম, ২০ আগস্ট ২০২০
ফাইল ছবি

গাজীপুরের কালিয়াকৈরে শ্বাসরোধ করে স্ত্রীকে হত্যার পর চলন্ত ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছেন স্বামী। বৃহস্পতিবার সকালে উপজেলার চন্দ্রা মন্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্বামী মো. দুলাল মিয়া উপজেলার চন্দ্রা মন্ডলপাড়া গ্রামের মো. সোনাম উদ্দিনের ছেলে। তার স্ত্রীর নাম আয়েশা আক্তার।

স্থানীয়দের বরাত দিয়ে কালিয়াকৈর থানার ওসি আনোয়ার হোসেন জানান, পারিবারিক কলহের জেরে বৃহস্পতিবার সকালে মো. দুলাল মিয়া তার স্ত্রী আয়েশা আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করেন। হত্যার পর উপজেলার কালামপুর (খাজার ড্যাগ) এলাকায় চলন্ত ট্রেনরে নিচে ঝাঁপিয়ে পড়েন দুলাল।

আত্মহত্যা করার আগে তার মেয়ে শিফাকে টেলিফোনে বলেন ‘আমি তোর মাকে মেরে ফেলেছি। আমি আর বাঁচব না।’

এ ঘটনার কিছুক্ষণ পরই বাড়িতে খবর আসে দুলাল ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

আমিনুল ইসলাম/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।