মাইক্রোবাসে মিলল ১৩ হাজার ইয়াবা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ১২:৫৭ পিএম, ২১ আগস্ট ২০২০

গাজীপুর সিটি করপোরেশনের মোঘরখাল এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। শুক্রবার (২১ আগস্ট) সকালে র‌্যাব-১ এর গাজীপুরের কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন এ তথ্য জানান।

আটকরা হলেন- সিলেটের গোলাপগঞ্জ থানার পুরকাস্তাপুর এলাকার তারা মিয়ার ছেলে রফিক আহমেদ (৩৫) এবং একই থানার লখনবন্দ এলাকার অমূল্য মালাকারের ছেলে অঞ্জন মালাকার (৩৬)।

Gazipur

ওই র‌্যাব কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মোঘরখাল এলাকায় একটি নোহা মাইক্রেবাস তল্লাশি করে ১৩ হাজার ৬৮০ পিছ ইয়াবা জব্দ করে দুইজনকে আটক করা হয়। এ সময় মাইক্রোস, ৫টি মোবাইল ফোন এবং নগদ ৫ হাজার ২১৫ টাকা জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আমিনুল ইসলাম/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।