বাড়ি থেকে বের হয়েই নিখোঁজ এক মাদরাসা ছাত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৯:২২ পিএম, ২১ আগস্ট ২০২০

বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হবার ৫ দিন অতিবাহিত হলেও সন্ধান মেলেনি এক মাদরাসা শিক্ষার্থীর (১৪)। থানায় নিখোঁজ ডায়েরির পরও পুলিশের ভূমিকায় সন্তুষ্ট নয় তিশার পরিবার।

মেয়ের জন্য পাগল প্রায় মা। অনেকটা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছেন তিনি। যেকোনো মূল্যে মেয়েকে ফিরে পেতে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইজি, পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেছেন তিনি।

তবে, ঘটনাটির বিষয়ে খুবই আন্তরিক ও তৎপর বলে জানিয়েছেন রামু থানা পুলিশের ওসি মো. আবুল খায়ের।

ওসি বলেন, তদন্ত কর্মকর্তা বিষয়টি নিয়ে ইতোমধ্যে কাজ শুরু করেছেন। একটা সফলতা পাওয়ার আশা করছে পুলিশ।

ওই শিক্ষার্থী কক্সবাজারের রামুর কাউয়ারখোপ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের উখিয়ারঘোনার লামার পাড়ায় বাবা-মায়ের সঙ্গে থাকে। সে ঢাকা বড় বাড়ি মহিলা মাদরাসা কুদুরি জামাতের ছাত্রী।

গত ১৭ আগস্ট বেলা ১টার দিকে গ্রামের বাড়ি থেকে বাইরে বের হয়ে নিখোঁজ হয় মেয়েটি। অনেক জায়গায় সন্ধান করেও তার খোঁজ মেলেনি। এ ঘটনায় ১৭ আগস্ট রামু থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে (যার নং-৭০৯)।

সাঈদ আলমগীর/এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।