শ্রীপুরে সাঁতার শিখতে নেমে কলেজছাত্রের মৃত্যু, আরেকজন নিখোঁজ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক শ্রীপুর (গাজীপুর)
প্রকাশিত: ১২:৩৭ এএম, ৩০ আগস্ট ২০২০

গাজীপুরের শ্রীপুর পৌরসভার বহেরারচালা এলাকায় পুকুরে সাঁতার শিখতে নেমে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে এবং আরেকজন নিখোঁজ রয়েছেন।

শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় কলেজছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। মৃত কলেজছাত্র হলেন ওই এলাকার বাসিন্দা তারিকুল ইসলামের ছেলে মো. তাওহিদুস সাইফ (১৭)। বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো. ফজলুর রহমান। তবে নিখোঁজ ব্যক্তির নাম বলতে পারেননি তিনি।

মৃত সাইফের পরিবারের বরাত দিয়ে চাচা শফি কামাল বলেন, শনিবার সকাল ১০টার দিকে শ্রীপুর পৌরসভার বহেরারচালার বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় সাইফ। বিকেলে বাসায় না ফেরায় তাকে খুঁজতে থাকে সবাই। একপর্যায়ে বাড়ির পশ্চিম পাশের একটি পুকুরের পাড়ে সাইফের জুতা, চশমা ও মোবাইল দেখতে পেয়ে সন্দেহ হয়। পরে পুকুরে নেমে খুঁজতে থাকে সবাই। কিন্তু তার সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের ডুবুরি দলের চার সদস্য পুকুরে তল্লাশি চালিয়ে সন্ধ্যা ৬টার দিকে সাইফের মরদেহ উদ্ধার করে।

সাইফের প্রতিবেশী দাদা আব্দুল হাই আকন্দ বলেন, সাইফের সঙ্গে প্রতিবেশী আরও এক কিশোরকে পুকুরের ঘাটে বসে থাকতে দেখেছি। ওই কিশোর আর সাইফ গত কয়েকদিন ধরে পুকুরে সাঁতার শিখছিল। শনিবার সাঁতার শিখতে নেমে তারা ডুবে যায়।

স্থানীয় সূত্র জানায়, সাইফ গত বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছেন এবং ঢাকার একটি কলেজে এইচএসসিতে ভর্তি হয়েছিলেন। তার বাবা-মা স্কুলশিক্ষক।

টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের ডুবুরি মো. ফজলুর রহমান বলেন, পুকুরটি প্রায় ৩০ ফুট গভীর। বিকেল থেকে সন্ধ্যা সোয়া ৭টা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়ে একজনের মরদেহ উদ্ধার করা গেলেও অপরজনের সন্ধান মেলেনি। রোববার সকালে আবার উদ্ধার অভিযান চালানো হবে।

শিহাব খান/এএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।