রাজশাহী বিভাগে করোনায় আরও দুইজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রাজশাহী
প্রকাশিত: ০৭:৩০ পিএম, ৩০ আগস্ট ২০২০
ফাইল ছবি

রাজশাহী বিভাগে মহামারি করোনায় আক্রান্ত আরও দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার বিভাগের নাটোরে একজন ও বগুড়ায় একজন মারা গেছেন। এ নিয়ে বিভাগজুড়ে ২৫৩ জনের প্রাণ নিলো করোনা।

রোববার দুপুরের দিকে বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য জানান, এ পর্যন্ত বিভাগে সর্বোচ্চ ১৫১ জন মারা গেছেন বগুড়ায়। এছাড়া রাজশাহীতে ৪০ জন, চাঁপাইনবাবগঞ্জে ১২ জন, নওগাঁয় ১৭ জন, নাটোরে আটজন, জয়পুরহাটে পাঁচজন, সিরাজগঞ্জে ১১ জন এবং পাবনায় ৯ জন মারা গেছেন।

বিভাগে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৭ হাজার ৭২০ জনের। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ১৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

এ পর্যন্ত বিভাগে সর্বোচ্চ ৬ হাজার ৬৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে বগুড়ায়।

এছাড়া রাজশাহীতে ৪ হাজার ৫৫১ জন, চাঁপাইনবাবগঞ্জে ৬৮৮ জন, নওগাঁয় এক হাজার ১৪২ জন, নাটোরে ৮৫৪, জয়পুরহাটে ৯৩৪, সিরাজগঞ্জে ১ হাজার ৯২২ জন এবং পাবনায় এক হাজার ছয়জনের করেনা শনাক্ত হয়েছে।

বিভাগে এ পর্যন্ত করোনা জয় করেছেন ১২ হাজার ৭১১ জন। এর মধ্যে শনিবার ১৬৭ জন করোনা রোগী সুস্থ হয়েছেন।

এ পর্যন্ত রাজশাহীতে ৩ হাজার ১১৮ জন, চাঁপাইনবাবগঞ্জে ৪২৬ জন, নওগাঁয় এক হাজার ১৫ জন, নাটোরে ৫৬২ জন, জয়পুরহাটে ২২৭ জন, বগুড়ায় ৫ হাজার ৫১৮ জন, সিরাজগঞ্জে ৯৯৩ জন এবং পাবনায় ৮৫২ জন করোনা জয় করেছেন।

ফেরদৌস/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।