অর্ধশত দুস্থ শিশু পেল নতুন জামা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক কালীগঞ্জ (গাজীপুর)
প্রকাশিত: ০১:০৫ পিএম, ০১ সেপ্টেম্বর ২০২০

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার অর্ধশত দুস্থ শিশুকে নতুন জামা দেয়া হয়েছে। এক আমেরিকা প্রবাসীর আর্থিক সহায়তায় বিভিন্ন বয়সের শিশুদের হাতে এসব নতুন জামা তুলে দেয়া হয়। এ সময় শিশুরা নতুন জামা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে স্বেচ্ছাসেবী সংগঠন কালীগঞ্জ স্বদেশী প্রবাসী কল্যাণ ফোরামের উদ্যোগে উপজেলার বালীগাঁও এলাকার শীতলক্ষ্যা নদীর পাড়ে শিশুদের হাতে নতুন জামা তুলে দিতে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীগঞ্জ স্বদেশী প্রবাসী কল্যাণ ফোরামের সভাপতি মো. জসিম উদ্দিন। সাংস্কৃতিক সম্পাদক ও মিডিয়া ব্যক্তিত্ব আরিফ আমান ভূঁইয়ার পরিচালনায় এতে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মো. মাশহুদুর রহমান সাজেদ, সহ-সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ আতিকুর রহমান প্রমুখ।

এ সময় সহ-সভাপতি সিরাজুল হক ভূঁইয়া, প্রাণ গোপাল সূত্র ধর, যুগ্ম সম্পাদক সাংবাদিক রফিক সরকার, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট মুহাম্মদ রাশিদুল হাসান, নির্বাহী সদস্য কাজী গোলাম রাব্বানী রোমান, সদস্য শাহজাহান শেখ, দুলাল মোড়ল, এমদাদুর রহমান, নুরুল ইসলাম, আশরাফুল আলম সোহেলসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আব্দুর রহমান আরমান/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।