সিলেটে বিনা বেতনের পাঠশালা
করোনাকালে শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি আগ্রহ বাড়াতে বিনা বেতনে ‘অদম্য পাঠশালায়’ সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাঠদান করাচ্ছেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট মহানগর শাখার ছাত্র নেতারা। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত পীরেরবাজারে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের পাঠদান করা হয়।
করোনাকালে যেসব সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর অনলাইনে ক্লাস করা এবং গৃহশিক্ষক রেখে প্রাইভেট পড়ার সুযোগ নেই তাদের জন্য বিনা বেতনের স্কুল ‘অদম্য পাঠশালা’ চালু করা হয়েছে। পর্যায়ক্রমে নগরের অন্যান্য স্থানেও অদম্য পাঠশালার শিক্ষা সহায়তার কার্যক্রম পরিচালনা করা হবে বলে সোমবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রথমদিনে অদম্য পাঠশালায় পাঠদানে উপস্থিত ছিলেন বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর, জেলা সদস্য প্রণব জ্যোতি পাল, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মহানগর আহ্বায়ক সঞ্জয় শর্মা ও ইমন আহমদ।
ছামির মাহমুদ/এএম/এমএস