অবৈধ পথে ভারতে প্রবেশের সময় ৫ জন আটক

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৭:০১ পিএম, ০৪ অক্টোবর ২০২০

যশোরের শার্শা সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে প্রবেশের সময় ৫ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। রোববার সকালে শার্শার অগ্রভূলাট সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

তারা হলেন, মোস্তফা কামাল, সালাম, খায়রুল ইসলাম, জনি হাওলাদার ও ফারুক হোসেন। তাদের বাড়ি দেশের বিভিন্ন অঞ্চলে।

অগ্রভূলাট বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার মোফাজ্জল হোসেন জানান, সীমান্তের অবৈধ পথে ভারতে প্রবেশের গোপন খবরে সীমান্তের মেইন পিলার ১৭/৭ এস এর কাছ থেকে ৫ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

জামাল হোসেন/এমএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।