নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০১:৪৪ এএম, ০৮ অক্টোবর ২০২০
প্রতীকী ছবি।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ধর্ষণের অভিযোগে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করেছেন এক তরুণী (২৫)।

বুধবার (৭ অক্টোবর) রাতে ভুক্তভোগী তরুণী সিদ্ধিরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করেন।

অভিযুক্ত পুলিশ কনস্টেবল আব্দুল কুদ্দুস নয়ন (৩৫) ঢাকার রাজারবাগ পুলিশলাইন্সে কর্মরত।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভুক্তভোগী নারী সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় একটি বিউটি পার্লারে কাজ করেন।

পুলিশ সদস্যের সঙ্গে ফেসবুকে তার পরিচয়। এরপর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের সূত্র ধরেই বিয়ে হয়। তবে তাদের কোনো কাবিননামা ও বিয়ের রেজিস্ট্রি নথি নেই। মসজিদের হুজুরের মাধ্যমে বিয়ে পড়ানো হয়।

ওসি আরও বলেন, আগের স্বামীর সঙ্গে ডিভোর্স ওই নারীর হয়েছে। আগের ঘরের দুটি সন্তানও রয়েছে। তদন্তের পরে আসল ঘটনাটি বোঝা যাবে।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।