ঠিকমতো বেতন দেয় না, আমাদের কষ্টের কথা কারখানা কর্তৃপক্ষ শোনে না

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক শ্রীপুর (গাজীপুর)
প্রকাশিত: ০৮:১৪ পিএম, ০৮ অক্টোবর ২০২০
মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিজি গার্মেন্টস কারখানার শ্রমিকরা

গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার কেওয়া গ্রামে বেতনের দাবিতে সিজি গার্মেন্টস কারখানার শ্রমিকরা মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে এ বিক্ষোভ করা হয়। এ সময় ওই সড়কে পৌনে এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কারখানার শ্রমিক রবিন, নুরুল হক, মাজেদা ও মাহবুবা জানান, পরপর পাঁচবার তারিখ দিয়ে আগস্ট মাসের বেতন ২২ সেপ্টেম্বর পরিশোধ করে মালিকপক্ষ।

Gazipur

সেপ্টেম্বর মাসের বেতনও সঠিক সময়ে না দিয়ে তারিখ দিয়ে ঘুরাচ্ছে। আমরা বেতনের জন্য একাধিকবার যোগাযোগ করলেও কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন না দিয়ে বুধবার কর্মকর্তাদের বেতন পরিশোধ করেছেন।

এছাড়া প্রতি মাসের বেতন সঠিক সময়ে না দিয়ে একাধিক তারিখ দিয়ে টালবাহানা করে মালিকপক্ষ। সঠিক সময়ে বেতন না পেলে আমাদের ঘরভাড়া বাকি থাকে। এতে বাড়ির মালিক ভাড়া পরিশোধে চাপ দেন। প্রতি মাসের দোকান বাকি পরিশোধ না করলে আমাদের মাল দেয়া বন্ধ করে দেয়। আমাদের কথা কারখানা কর্তৃপক্ষ শোনে না।

Gazipur-1

কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা রায়হান আল বিরুনি বলেন, করোনার কারণে কিছু শিপমেন্ট আটকে যাওয়ায় বেতন পরিশোধসহ আর্থিক কিছু ঝামেলা তৈরি হয়েছে। আর্থিক সঙ্কট দূর করে শ্রমিকদের বেতন দেয়া হবে।

শ্রীপুর থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) গোলাম সারোয়ার বলেন, শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেয়া হয়। আগামী ১৫ অক্টোবর বেতন পরিশোধের কথা জানিয়েছে মালিকপক্ষ। পরে শ্রমিকরা সিদ্ধান্ত মেনে নেন।

শিহাব খান/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।