পুলিশের ওসি পরিচয়ে বিকাশে টাকা নিতেন ওসমান!

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কালীগঞ্জ (গাজীপুর)
প্রকাশিত: ০৯:৩৯ পিএম, ১০ অক্টোবর ২০২০
গাজীপুরের কালীগঞ্জে ওসি পরিচয়ে গ্রেফতারকৃত প্রতারক ওসমান

গাজীপুরের কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) পরিচয়ে পাঁচ লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে ওসমান ওরফে জাহিদুল ইসলাম ওরফে সহিদ (৩৩) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুল হক। হাতিয়ে নেয়া টাকার মধ্যে তিন লাখ টাকা, তিনটি মোবাইল ও সাতটি সিম কার্ড উদ্ধার করা হয়েছে। গ্রেফতার ওসমান ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রামনগর গ্রামের মো. রুশমত আলীর ছেলে।

পুলিশ জানায়, বেশ কিছুদিন ধরে ওসমান নিজেকে কালীগঞ্জ, পূবাইল, টঙ্গী, কোনাবাড়ি ও শ্রীপুরসহ গাজীপুরের বিভিন্ন থানাসহ নরসিংদীর পলাশ থানার ওসি এবং ওসি (তদন্ত) হিসেবে পরিচয় দিচ্ছেন।

ওই কর্মকর্তার নাম-পরিচয় দিয়ে স্থানীয় ব্যবসায়ী, ধনী ব্যক্তি ও রাজনৈতিক নেতাকর্মীদের মোবাইলে ফোন করতেন তিনি। নিজের গ্রামের বাড়িতে নিজ উদ্যোগে একটি মাদরাসা নির্মাণ চলছে; সেখানে কিছু টাকা দরকার বলে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। স্থানীয় গ্রাম পুলিশের মাধ্যমে ওসমান এসব টাকা বিকাশের মাধ্যমে নিতেন।

স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলামের নাম ভাঙিয়ে স্থানীয় পোল্ট্রি ব্যবসায়ী মোয়াজ্জেম হোসেনের কাছ থেকে বিকাশের মাধ্যমে ১৯ হাজার টাকা হাতিয়ে নেন ওসমান।

পরে প্রতারণার বিষয়টি ধরা পড়লে ওসমানের বিরুদ্ধে থানায় মামলা করেন মোয়াজ্জেম। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে পূবাইল থানার মীরের বাজারের রেলক্রসিং এলাকা থেকে ওসমানকে গ্রেফতার করে পুলিশ। পরে ওসমানের দেয়া তথ্যের ভিত্তিতে তার স্ত্রী শিরিন আক্তারের কাছ থেকে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়া তিন লাখ টাকাসহ প্রতারণার কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ও সাতটি সিম কার্ড উদ্ধার করা হয়।

কালীগঞ্জ থানা পুলিশের একেএম মিজানুল হক বলেন, গ্রেফতার ওসমানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ওই মামলায় তাকে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আব্দুর রহমান আরমান/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।