পুড়ে যাওয়া কারখানায় ভেতর মিলল শ্রমিকের দগ্ধ লাশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০২:১৫ পিএম, ১১ অক্টোবর ২০২০
ফাইল ছবি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার উলুসারা এলাকায় এফবি ফুটওয়ার নামের জুতা তৈরি কারখানায় অগ্নিকাণ্ডে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার সকালে দমকল বাহিনীর কর্মীরা নিখোঁজ ওই নারীর অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করে।

নিহত গোলাপী আক্তার (৩৩) কুড়িগ্রামের চিলমারি উপজেলার বারাবাড়ির হাট সরদারপাড়া গ্রামের আইনুল হোসেনের স্ত্রী। গোলাপী ওই কারখানায় আউট সোল হেলপার হিসেবে কাজ করতেন।

শনিবার বিকেলে লাগা আগুন আট ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। ভয়াবহ ওই অগ্নিকাণ্ডে শনিবার ওই নারী শ্রমিক নিখোঁজ ছিলেন। রোববার সকালে তার মরদেহ কারখানার ভেতর থেকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

ফায়ার সার্ভিসের ঢাকা জোন কমান্ডার তানহারুল ইসলাম জানান, শনিবার বিকেল ৪টার দিকে লাগা আগুন ফায়ার সার্ভিসের আটটি ইউনিট মধ্যরাতে নিয়ন্ত্রণে আনলেও রোববার সকালেও ধ্বংসস্তূপ থেকে ধোঁয়ার কুণ্ডলী বের হতে দেখা গেছে।

আমিনুল ইসলাম/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।