যৌতুক না পেয়ে নববধূকে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৭:৫৫ পিএম, ১১ অক্টোবর ২০২০
ফাইল ছবি

বগুড়ার নন্দীগ্রামে যৌতুকের দাবিতে স্বর্ণা খাতুন (১৮) নামে এক নববধূকে পিটিয়ে হত্যা করেছে শ্বশুর বাড়ির লোকজন। এ ঘটনায় পুলিশ নিহতের স্বামী ও শ্বাশুড়িকে আটক করেছে।

রোববার (১১ অক্টোবর) বেলা ১১টার দিকে নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের চাকলমা গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নন্দীগ্রাম উপজেলার কালিশ গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে স্বর্ণা খাতুন পাশের কালিশ গ্রামের আব্দুল খালেকের ছেলে খায়রুলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে ৯ মাস আগে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর স্বর্ণা খাতুন তার স্বামীর বাড়িতে ঘর সংসার শুরু করে। গত কয়েকদিন আগে থেকে স্বামীর বাড়ির লোকজন ৪ লাখ টাকা যৌতুক দাবি করে।

রোববার সকালে স্বর্ণার বাবা মেয়ের বাড়িতে গিয়ে যৌতুকের বিষয়ে উভয়পক্ষ আলোচনার জন্য আগামী বুধবার দিন ধার্য্য করে বাড়ি ফিরে যান।

বেলা ১১টার পর তাকে ফোন করে জানানো হয় স্বর্ণা খাতুন ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এ খবর পেয়ে তিনি মেয়ের বাড়িতে গিয়ে মরদেহ দেখতে পান। তার মেয়ের শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন দেখে বিষয়টি থানা পুলিশকে জানান। আনোয়ার হোসেন বলেন ৪ লাখ টাকা যৌতুকের দাবিতে তার মেয়েকে হত্যার পর আত্মহত্যা বলে প্রচার চালানো হয়েছে।

নন্দীগ্রাম থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শওকত কবীর বলেন, স্বর্ণাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় নিহতের স্বামী খায়রুল ইসলাম ও শাশুড়ি নাদিরা বেগমকে আটক করা হয়েছে।

এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।