ট্রেনের ইঞ্জিনে মাদক বহন, পালিয়ে গেল ট্রেন পরিচালক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ১০:০৪ পিএম, ১৪ অক্টোবর ২০২০

ট্রেনের ইঞ্জিনে সহকারী ট্রেন পরিচালকের সহায়তায় মাদক বহনের সময় ফরহাদ হোসেন (২৬) নামের এক যুবককে আটক করেছে র‍্যাব। তবে ওই যুবক গ্রেফতার হওয়ায় কৌশলে পালিয়ে যায় ট্রেন পরিচালক মনিরুজ্জামান।

এ ঘটনায় বুধবার দুপুরে সান্তাহার রেলওয়ে থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে। গ্রেফতারকৃত ফরহাদ দিনাজপুর বিরামপুরের চকপাড়াগ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।

পুলিশ জানায়, নীলফামারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে মঙ্গলবার রাতে সহকারী ট্রেন পরিচালক মনিরুজ্জামানের সঙ্গে যোগসাজশ করে মাদক বহন করছিল ফরহাদ। ট্রেনটি জয়পুরহাট স্টেশনে পৌঁছালে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫ ট্রেনটির ইঞ্জিনের কাছে পৌঁছালে মাদক ব্যবসায়ী ওই যুবক উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। এরপর ওই যুবককে গ্রেফতার করলে ট্রেনের সহকারী পরিচালক মনিরুজ্জামান কৌশলে পালিয়ে যায়।

এসময় ট্রেনের ইঞ্জিনে বিশেষ কায়দায় রাখা একটি প্লাস্টিক বস্তায় রাখা ১০৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরা ট্রেনের সহকারী পরিচালককে আটক করতে পারেননি।

সান্তাহার রেলওয়ে থানা পুলিশের ওসি মনজের আলী জানান, গ্রেফতারকৃত যুবক ফরহাদকে বুধবার দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে।

এমএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।