শিশুকে ধর্ষণের অভিযোগে চার কিশোর গ্রেফতার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০২:৩৮ পিএম, ২২ অক্টোবর ২০২০
ফাইল ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে (১১) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বুধবার (২১ অক্টোবর) রাতেই অভিযুক্ত ৪ কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতাররা হলো, নাছির (১৯), এনায়েত (১৬),উজ্জ্বল (১৫) ও আরিফুল(১৬)।

এদিকে বৃহস্পতিবার সকালে ভুক্তভোগীর মা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বুধবার (২১ অক্টোবর) বিকেল ৩টায় সিদ্ধিরগঞ্জের কদমতলী গ্যাসলাইন এলাকায় মাহিন মাস্টারের ভাড়া বাসায় তিন বন্ধুর সহযোগিতায় ওই কিশোরীকে ধর্ষণ করে খাইরুন নেছা স্কুলের ৮ম শ্রেণির ছাত্র নাসির।

নাছিরের বাসার সামনে ভুক্তভোগী শিশুটি খেলাধুলা করার সময় নাছির ও এনায়েত ওই শিশুটিকে টেনে হিঁচড়ে নাছিরের বাড়ির নিচতলায় রুমের ভেতর নিয়ে যায়। এরপর নাছির শিশুটিকে ধর্ষণ করে। এ সময় নাছিরের বন্ধু উজ্জ্বল ও আরিফুল দরজার সামনে দাঁড়িয়ে পাহারা দেয়।

বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক জানান, এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। অভিযুক্ত ৪ জনকেই গ্রেফতার করেছে পুলিশ।

এফএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।