অচেতন করে কিশোরীকে ধর্ষণ : র‌্যাবের হাতে গ্রেফতার যুবক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০২:৩৭ এএম, ২৩ অক্টোবর ২০২০

ময়মনসিংহ সদর উপজেলায় পরিবারের সবাইকে অচেতন করে এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত জাকারিয়াকে (২০) গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোরে সদর উপজেলার দাঁপুনিয়া বাজারের গাঘড়া মধ্যপাড়া থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-১৪।

জাকারিয়া সদর উপজেলার চর হাঁসাদিয়া গ্রামের লিয়াকত আলীর ছেলে। ময়মনসিংহ র‌্যাব-১৪ কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে সোমবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চর হাঁসাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরদিন রাতে এলাকাবাসী ওই কিশোরীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

র‌্যাব-১৪ সিনিয়র এএসপি জুনাইদ আফ্রাদ বলেন, সোমবার রাতে জাকারিয়া চারটি দই নিয়ে ওই বাড়িতে আসে। তিনি এর সঙ্গে চেতনানাশক মিশিয়ে ওই কিশোরী, কিশোরীর নানি ও তার ছোট বোনকে খেতে দেয়।

দই খাওয়ার পর একে একে সবাই অচেতন হতে থাকেন। পরিবারের সবাই অচেতন হলে কিশোরীকে ধর্ষণ করে পালিয়ে যায় জাকারিয়া

এএসপি জুনাইদ আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পরিবারের সবাইকে অচেতন করে কিশোরীকে ধর্ষণের কথা স্বীকার করেছে সে। তাকে সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এদিকে ময়মনসিংহ কোতওয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।