৭ হাজার ৬৬০ লিটার ডিজেলসহ চোরাই চক্রের সক্রিয় সদস্য আটক

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৮:৫৫ পিএম, ২৫ অক্টোবর ২০২০

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল এলাকায় অভিযান চালিয়ে ৭ হাজার ৬৬০ লিটার চোরাই ডিজেলসহ শাজাহান (৩৫) নামে একজনকে আটক করেছে র‍্যাব।

রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় চোরাই কাজে ব্যবহৃত ১টি পিক-আপ ভ্যান, ৩টি ভ্যানগাড়ি ও চোরাই ডিজেল ক্রয় বিক্রয়ের ৫০ হাজার ৬০০ টাকা জব্দ করা হয়।

রোববার রাত ৮টায় র‍্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসিমউদ্দীন চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

র‍্যাব জানায়, আটক ব্যক্তি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কৌশল অবলম্বন করে অবৈধ উপায়ে তেল সংগ্রহ করে কেনাবেচা করছিলেন।

jagonews24

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাজাহান স্বীকার করেন যে, তেল চোরাই চক্রের সক্রিয় সদস্য তিনি। সিদ্ধিরগঞ্জের গোদনাইলের পদ্মা ও মেঘনা ডিপোতে চোরাই তেলের কয়েকটি সিন্ডিকেট রয়েছে। এ সিন্ডিকেটের কিছু অসাধু লরি ড্রাইভার ও হেলপার তেল চুরি করে বিক্রি করেন। এমনকি তারা চোরাই তেলের সঙ্গে ভেজাল তেল মিশিয়েও তা সরবরাহ করে। যা ব্যবহার করে ইঞ্জিনচালিত যানবাহন ক্ষতিগ্রস্ত হচ্ছে।

শাজাহানের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে বলেও জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার জসিমউদ্দীন চৌধুরী।

এস কে শাওন/এমএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।