বগুড়ায় আ.লীগ-যুবলীগের ৬৮ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৮:৪৪ পিএম, ১৩ নভেম্বর ২০২০

বগুড়ার কাহালু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে হট্টগোলের ঘটনায় দুই ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৬৮ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় কাহালু থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে কাহালু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বিলুপ্ত কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেন।

জানা গেছে, মামলায় ২৩ জনের নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪০/৪৫ জনকে আসামি করা হয়েছে। মামলায় প্রধান আসামি করা হয়েছে উপজেলা যুবলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান পিএম বেলাল হোসেনকে।

অন্য আসামিরা হলেন- নারহট্ট ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন তালুকদার বেলাল, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রাজিব, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাকিবুল হাসান রাকিব, দুর্গাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি বাদল, ছাত্রলীগ নেতা বায়োজিদসহ ২৩ জন নেতাকর্মী।

মামলায় উল্লেখ করা হয়েছে, স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনের শেষ মুহূর্তে পিএম বেলালের নেতৃত্বে আসামিরা লোহার রড, লাঠিসোঠা, চাকু নিয়ে দলীয় নেতাকর্মীদের ওপর হামলাসহ ব্যাপক ভাঙচুর চালায়। রেললাইন থেকে তাদের ছোড়া পাথরে ৫-৬ জন নেতাকর্মী আহত হন।

এ বিষয়ে কাহালু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান জানান, সাবেক বিএনপি নেতা আলহাজ আবদুর রহিমকে স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি করতে হবে- এমন স্লোগান দেয়ায় ত্যাগী নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়ে হট্টগোল হয়েছে। নিজেদের মধ্যে সৃষ্ট ঘটনায় মামলা করা উচিত হয়নি।

কাহালু থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম জানান, স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইফুল ইসলাম বাদী হয়ে ২৩ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪০/৪৫ জনকে আসামি করে মামলা করেছেন। আসামিদের গ্রেফতারে পুলিশ মাঠে রয়েছে।

উল্লেখ্য, গত ৭ নভেম্বর কাহালু পৌর মঞ্চে অনুষ্ঠিত উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনের সময় দুই পক্ষের মধ্যে হট্টগোল, চেয়ার ভাঙচুর, ইট-পাটকেল ও পাথর ছোড়াছুড়ির ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ১৫ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে। হট্টগোলে পাথরের আঘাতে কাহালু থানার এএসআই মাসুদ রানাসহ চারজন নেতাকর্মী আহত হন।

আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।