যশোরে মঞ্চ মাতালেন তৃতীয় লিঙ্গের নৃত্যশিল্পীরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৫:৪৩ এএম, ১৪ নভেম্বর ২০২০

যশোরে ব্যতিক্রমী আয়োজনে মঞ্চ মাতালেন তৃতীয় লিঙ্গের (হিজড়া) নৃত্যশিল্পীরা। শুক্রবার (১৩ নভেম্বর) রাতে যশোর শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচে-গানে দর্শকদের মাতিয়ে তোলেন তারা।

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহযোগিতায় বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি ও অর্পণ মানবকল্যাণ সংস্থা এই অনুষ্ঠানের আয়োজন করে।

শুক্রবার বিকেল থেকেই তৃতীয় লিঙ্গের বিভিন্ন বয়সী সদস্যরা যশোর শিল্পকলা একাডেমি মিলনায়তনে আসতে শুরু করেন। সন্ধ্যা ৬টার দিকে উদ্বোধনের পর শুরু হয় নৃত্যানুষ্ঠান। হিজড়া নৃত্যগোষ্ঠী সত্ত্বার (এসেন্স অব সোল) সদস্যদের পরিবেশনা মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করেন দর্শকরা।

jagonews

অর্পণ মানবকল্যাণ সংস্থার শিল্পীরাও মঞ্চ মাতিয়ে তোলেন। ঢাকা ও যশোরের ২৫ জন শিল্পী তাদের নৃত্য পরিবেশনায় দর্শকদের মোহিত করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল। অর্পণ মানবকল্যাণ সংস্থার সভাপতি মো. মোসলেম শেখ বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরজাহান ইসলাম নীরা, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু।

অর্পণ মানবকল্যাণ সংস্থার সভাপতি মো. মোসলেম শেখ বাবু জানান, তৃতীয় লিঙ্গের সদস্যদের অপবাদ ও বৈষম্য দূরীকরণ এবং তাদের মানবাধিকার উন্নয়ন ও সাংস্কৃতিক চেতনা বৃদ্ধির লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মিলন রহমান/এসআর

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।