রাজশাহীতে করোনা সচেতনতায় অভিযান জোরদার
রাজশাহীতে করোনা সচেতনতায় অভিযান জোরদার করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) জেলা প্রশাসন, জেলা পুলিশ ও জেলা সিভিল সার্জন দফতর একযোগে এ অভিযান চালায়। সকালে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এ কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহীর জেলা প্রশাসক আব্দুল জলিল।
এ সময় ‘নো মাস্ক, নো সার্ভিস’ বিষয়ে আব্দুল জলিল বলেন, সরকারি সব দফতর ও বিপণী-বিতানে ‘নো মাস্ক, নো সার্ভিস’ কার্যক্রম চালু করেছি। এ কার্যক্রম চালু রাখতে সর্বাত্মক চেষ্টা চলছে। মাস্ক না পরে যাতে কেউ বিপণী-বিতানে না আসে।
এ সময় রাজশাহী জেলা পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন ও সিভিল সার্জন ডা. এনামুল হকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কর্মকর্তারা জিরোপয়েন্ট এলাকায় বিপণী-বিতানগুলোতে গিয়ে মাস্ক পরার বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করেন এবং কয়েকজনকে মাস্ক পরিয়ে দেন। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় জনগণকে সচেতন করতে এ কার্যক্রম চলমান থাকবে বলেও জানান জেলা প্রশাসক।
এএইচ/এমকেএইচ