সড়কে দেয়ালে লেখা ‘সরি’, জনমনে কৌতূহল

বরিশাল নগরীর বিভিন্ন সড়ক ও দেয়ালে ইংরেজিতে ‘সরি’ (sorry) লেখা নিয়ে জনমনে কৌতূহলের সৃষ্টি হয়েছে। নগরীর চকের পোল, জিয়া সড়ক, একতা সরণি সরকারি বালিকা বিদ্যালয়, মহিলা কলেজ এবং লাইন রোড এলাকার সড়ক ও দেয়ালে সাদা রঙ দিয়ে ‘সরি’ লেখা হয়েছে।
সড়কগুলোতে গাড়ি চলছে, চলছে রিকশাসহ অন্য যানবাহন। যারাই এ পথ দিয়ে চলাচল করছেন, ‘সরি’ লেখার দিকে অন্তত একবার হলেও তাকাচ্ছেন। কেউ কেউ আবার থেমে সড়কে এভাবে ‘সরি’ লেখার অর্থ একে অন্যকে জিজ্ঞেস করছেন। কয়েকজন পথচারী ছবি তুলে ফেসবুকে পোস্ট দিয়ে ‘সরি’ লেখার কারণ জানতে চেয়েছেন। সেখানে অনেকেই মন্তব্য করেছেন।
একজন লিখেছেন, ‘বরিশালে কোনো এক ক্রেজি লাভারের কাজ! প্রিয় মানুষটির রাগ ভাঙানোর জন্য সে জিয়া সড়ক একতা সরণি থেকে সরি লেখা শুরু করেছে। এই সরি সদর রোড পর্যন্ত দেখা গেছে। লেখা কোথায় শেষ হয়েছে জানা নেই, কে কার জন্য লিখছে সেটাও কেউ জানে না। রাগ করে যেন কারও প্রিয় মানুষ হারিয়ে না যায় দোয়া রইল। পূর্ণতা পাক তার ভালোবাসা।’
আরেকজন লিখেছেন, ‘অভিমানকে পরাজয় করে, জয় হোক ভালোবাসার।’ অপর একজন লিখেছেন, ‘দোয়া করি তার ভালোবাসার মানুষটা যেন তাকে ক্ষমা করে দেয়।’
নগরীর চকের পোল ও জিয়া সড়ক এলাকার একাধিক বাসিন্দা জনান, গত সোমবার রাতের আঁধারে সড়কের বিভিন্ন স্থান ও দেয়ালে সাদা রঙ দিয়ে সরি লেখা হয়েছে। পরদিন সকালে বিষয়টি সবার নজরে আসে। তবে কে লিখেছে, কী কারণে লিখেছে তা কেউ বলতে পারছেন না। বিষয়টি নিয়ে অনেকে মনে নানা কৌতূহলের জন্ম দিয়েছে।
কোতওয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বলেন, থানার সামনের সড়কেও সরি লেখা হয়েছে। যা কিনা পুলিশ সদস্যদের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়েছে। তবে মনে হচ্ছে নিছক মজার জন্য বা কারও রাগ ভাঙাতে এভাবে লেখা হয়েছে।
সাইফ আমীন/বিএ