খুমেক ল্যাবে একদিনে ৩১ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ১২:৪৭ এএম, ০৯ ডিসেম্বর ২০২০

খুলনা মেডিকেল কলেজের (খুমেক) আরটি-পিসিআর ল্যাবে ৩১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

যার মধ্যে ২১ জনই খুলনা জেলা ও মহানগরীর। এছাড়া বাগেরহাটের ৫ জন, সাতক্ষীরার ২ জন, যশোরের ২ জন ও গোপালগঞ্জের ১ জনের করোনা পজিটিভ এসেছে।

আজ মঙ্গলবার (৮ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন খুমেকের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ।

তিনি জানান, খুমেকের আরটি-পিসিআর মেশিনে আজ মোট ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে মোট ৩১ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে।

এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।