শত সিসি ক্যামেরার আওতায় রংপুর নগর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রংপুর
প্রকাশিত: ০৫:০০ পিএম, ১৫ ডিসেম্বর ২০২০

রংপুর মেট্রোপলিটন এলাকায় সন্ত্রাস-জঙ্গিবাদ, চাঁদাবাজি ও ছিনতাইসহ নানা অপকর্ম দূর করার লক্ষ্যে আরও ২৫টি সিসি ক্যামেরা সংযোজন করা হয়েছে।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে রংপুর সিটি কর্পোরেশন ও মেট্রোপলিটন পুলিশের যৌথ উদ্যোগে ধাপ পুলিশ ফাঁড়িতে ২৫টি সিসি ক্যামেরার উদ্বোধন করা হয়।

রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মো. মোস্তাফিজার রহমান মোস্তফা ও রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আব্দুল আলীম মাহমুদ যৌথভাবে সিসি ক্যামেরা উদ্বোধন করেন।

এ সময় প্রধান অতিথি মেয়র মোস্তফা বলেন, সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসার পর রংপুর মহানগর থেকে সকল অপকর্ম দূর করা সম্ভব হবে। এ পর্যন্ত রংপুর মেট্রোপলিটনে ১০০টি সিসি ক্যামেরার স্থাপন করা হলো।

এ সময় আরও উপস্থিত ছিলেন- রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আলহাজ মো. মাহমুদুর রহমান টিটু, রংপুর মেট্রোপলিটন উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মহিদুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মেনহাজুল আলম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) উজ্জল কুমার রায় প্রমুখ।

এসএমএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।