করোনায় আক্রান্ত আ.লীগ নেতা আমিনুল হক শামীম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ১০:১৭ এএম, ৩১ ডিসেম্বর ২০২০

ময়মনসিংহের বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা মো. আমিনুল হক শামীম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বুধবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ জেলা চেম্বার অব কমার্সের সহসভাপতি শংকর শাহা।

তিনি বলেন, জ্বর ও গলা ব্যথা অনুভব করলে আমিনুল হক বুধবার সকালে পরীক্ষার জন্য নমুনা দেন। পরীক্ষায় তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। রাতেই তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।

এসময় তিনি আমিনুল হক শামীমের সুস্থতার জন্য ময়মনসিংহবাসীর কাছে দোয়া চেয়েছেন।

আমিনুল হক শামীম ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি।

মঞ্জুরুল ইসলাম/এএএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।