ধর্মঘটে অচল খুলনা লঞ্চঘাট


প্রকাশিত: ০৫:০৪ এএম, ০৯ নভেম্বর ২০১৪

নৌ-যান শ্রমিক ফেডারেশনের আহবানে অনির্দিষ্টকালের ধর্মঘটের ফলে খুলনার ৭, ৪ ও ৫ লঞ্চঘাট অচল হয়ে পড়েছে। শনিবার দুয়েকটি কার্গো বার্জ লঞ্চ চলাচল করলেও রোববার সব ধরনের নৌ-যান চলাচল বন্ধ রয়েছে। এমনকি নৌযানে বোঝাই সার, চাল, সিমেন্টসহ মংলা বন্দর থেকে আসা সব পণ্য ওঠানামা বন্ধ রয়েছে।

নৌ-যান শ্রমিক ফেডারেশনের খুলনার সভাপতি দেলোয়ার হোসেন জানান, তারা ফেডারেশনের আহবানে সব ধরনের কাজ বন্ধ রেখেছেন নিরাপত্তার দাবিতে। কার্গো-বার্জ লঞ্চ ছাড়াও তেলের ট্যাংকারগুলোও এ ধর্মঘটে অংশ নিয়েছে। ফলে দ্রুত ধর্মঘট অবসান না হলে খুলনা আঞ্চলে জ্বালানি তেল সংকট দেখা দিবে।

নগরীর ৭, ৪ ও ৫ ঘাট পরিদর্শন করে সকালে দেখা যায়, সারি সারিভাবে সব নৌ-যান অবস্থান করছে। মাল খালাসের জন্য ট্রাক এসে অপেক্ষায় থাকলেও কোনো কার্গো বার্জ তাদের হ্যাচ খোলেনি। ফলে সব ধরনের কাজকর্ম বন্ধ রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।