নির্মাণাধীন ভবন থেকে পড়ে প্রাণ গেল নারী শ্রমিকের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৮:৫৬ পিএম, ০৩ মার্চ ২০২১
ফাইল ছবি

গাজীপুরে নির্মাণাধীন ভবনের তিনতলা থেকে নাজমা বেগম (৪০) নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন।

বুধবার (৩ মার্চ) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নাজমা বেগম ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার আন্দারিয়াপাড়া এলাকার মৃত চান মিয়ার স্ত্রী।

জিএমপির বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক জানান, বুধবার বিকেলে গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানাধীন পালের পাড়া এলাকার মতিন মেম্বারের নির্মাণাধীন ভবনের তৃতীয় তলায় কাজ করছিলেন নাজমা। অসাবধানতাবশত তিনি সেখান থেকে হঠাৎ মাটিতে পড়ে গুরুতর আহত হন।

তিনি আরও জানান, স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।

মো. আমিনুল ইসলাম/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।