বেনাপোলে মাস্ক ও লিফলেট বিতরণ
করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে বেনাপোলে ফের মাস্ক ও লিপলেট বিতরণ শুরু করেছে পুলিশ।
রোববার (২১ মার্চ) সকালে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট প্যাসেঞ্জার টার্মিনালের সামনে মাস্ক ও লিফলেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান।
এসময় পাসপোর্ট যাত্রী, ইজিবাইক চালক, দোকানদার ও সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়। পোর্ট থানা পুলিশের ৬টি বিটে একযোগে চলছে মাস্ক ও লিফলেট বিতরণ চলবে।

বেনাপোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, ‘করোনা মহামারির প্রকোপ বৃদ্ধি পেয়েছে যার জন্য আমরা এই কোভিড থেকে মানুষকে নিরাপদে রাখার জন্য বাংলাদেশ পুলিশ বাহিনীর পক্ষ থেকে মাস্ক ও লিফলেট বিতরণ করা হচ্ছে। করোনার যে স্বাস্থ্যবিধি রয়েছে সেগুলো অবশ্যই মানতে হবে। বাইরে গেলে মাস্ক পরতে হবে। স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হবে।’
এ সময় বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার, বেনাপোল পোর্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি এনামুল হক মুকুল, বাজার কমিটির সাধারণ সম্পাদক চেয়ারম্যান বজলুর রহমান, পুলিশের এসআই মাসুম বিল্লাহ, এসআই রোকনুজ্জামান, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুলফিকার আলী মন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।
মো. জামাল হোসেন/আরএইচ/এমকেএইচ