বেনাপোলে মাস্ক ও লিফলেট বিতরণ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৪:১৯ পিএম, ২১ মার্চ ২০২১

করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে বেনাপোলে ফের মাস্ক ও লিপলেট বিতরণ শুরু করেছে পুলিশ।

রোববার (২১ মার্চ) সকালে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট প্যাসেঞ্জার টার্মিনালের সামনে মাস্ক ও লিফলেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান।

এসময় পাসপোর্ট যাত্রী, ইজিবাইক চালক, দোকানদার ও সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়। পোর্ট থানা পুলিশের ৬টি বিটে একযোগে চলছে মাস্ক ও লিফলেট বিতরণ চলবে।

jagonews24

বেনাপোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, ‘করোনা মহামারির প্রকোপ বৃদ্ধি পেয়েছে যার জন্য আমরা এই কোভিড থেকে মানুষকে নিরাপদে রাখার জন্য বাংলাদেশ পুলিশ বাহিনীর পক্ষ থেকে মাস্ক ও লিফলেট বিতরণ করা হচ্ছে। করোনার যে স্বাস্থ্যবিধি রয়েছে সেগুলো অবশ্যই মানতে হবে। বাইরে গেলে মাস্ক পরতে হবে। স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হবে।’

এ সময় বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার, বেনাপোল পোর্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি এনামুল হক মুকুল, বাজার কমিটির সাধারণ সম্পাদক চেয়ারম্যান বজলুর রহমান, পুলিশের এসআই মাসুম বিল্লাহ, এসআই রোকনুজ্জামান, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুলফিকার আলী মন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।

মো. জামাল হোসেন/আরএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।