রূপগঞ্জে মাংস বিক্রেতাকে হত্যা করে টাকা লুটের অভিযোগ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৭:১০ পিএম, ২১ মার্চ ২০২১
ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেলিম মিয়া (৫৫) নামের এক মাংস বিক্রেতাকে (কসাই) হত্যার পর দুর্বৃত্তরা দুই লাখ টাকা লুট করে নিয়ে গেছে বলে নিহতের পরিবার থেকে অভিযোগ করা হয়েছে।

শনিবার (২০ মার্চ) দিবাগত রাতে উপজেলার দাউদপুর ইউনিয়নের বেলদী দুয়ারা গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত সেলিম মিয়া উপজেলার দাউদপুর ইউনিয়নের বেলদী দুয়াারা এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে।

নিহতের ছেলে আরিফ হোসেন জানান, তার বাবা সেলিম মিয়া বেলদী বাজারে তাকেসহ তার ভাই আলতাফ হোসেনকে নিয়ে একটি মাংস বিক্রির দোকান পরিচালনা করে আসছিলেন। গত শনিবার রাতে দোকানে মাংস বিক্রি করার পর পুনরায় গরু কেনার জন্য দুই লাখ টাকা নিয়ে তার বাবা বাড়িতে চলে যান। রাত পৌনে ১২টার দিকে তিনি ও তার ছোট ভাই আলতাফ হোসেন বাড়িতে গিয়ে দেখেন বাবার ঘরের দরজা খোলা। ছোটভাই ঘরের ভেতর গিয়ে দেখেন বাবা সেলিমের লাশ বিছানায় পড়ে আছে।

খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহতের ছেলে আরিফের দাবি, তাদের বাবা সেলিম মিয়াকে পূর্ব শত্রুতার জের ধরে তাদের প্রতিবেশী জৈনক ব্যক্তি হয়তো শ্বাসরোধ করে হত্যা করে সঙ্গে থাকা নগদ দুই লাখ টাকা লুট করে নিয়ে গেছেন।

তিনি আরও জানান, তার বাবার মাথায় এবং ডান হাতের আঙুলে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মুখে রক্ত লেগেছিল।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। প্রাথমিক সুরতহালে নিহতকে হত্যা করার বড় কোনো আলামত শরীরে খুঁজে পাওয়া যায়নি। তবে নিহতের পরিবারের হত্যার অভিযোগ থাকায় লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

মীর আব্দুল আলীম/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।