বেনাপোলে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৮:১৫ পিএম, ২৪ মার্চ ২০২১

যশোরের বেনাপোল সীমান্তে পৃথক অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৪ মার্চ) দুপুরে বেনাপোল পোর্ট থানার নারায়নপুর (পোড়াবাড়ী) ও ভবারবেড় গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- বেনাপোল পোর্ট থানার ভবারবেড় গ্রামের সিরাজুল ইসলামের ছেলে আলমগীর হোসেন আলম (৩৫), নারায়নপুর এলাকার আবুল হাশেমের ছেলে ইমাম হোসেন (৪২) ও ভবারবেড় (পশ্চিমপাড়া) গ্রামের বাদশা মোল্লার স্ত্রী সুখি বেগম (৩০)।

পুলিশ জানায়, গোপন সংবাদে বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান ও এসআই রোককনুজ্জামানের নেতৃত্বে পুলিশ নারায়নপুর পোড়াবাড়ী ও ভবারবেড় গ্রামে অভিযান চালিয়ে দুই কেজি ভারতীয় গাঁজাসহ তাদের আটক করা হয়।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি-অপারেশন) আজিজুল হক জানান, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাদেরকে যশোর আদালত পাঠানো হয়েছে।

মো. জামাল হোসেন/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।