দুপুরে রাস্তায় বসা, সন্ধ্যায় ধানক্ষেতে মিলল বৃদ্ধের মরদেহ
ফাইল ছবি
যশোরের মণিরামপুরে ধানক্ষেত থেকে অজ্ঞাতপরিচয়ে (৬০) এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৪ মার্চ) সন্ধ্যায় উপজেলার নেহালপুর ইউনিয়নের গোপালপন্ডিত খাল পাড়ের পবিত্র বিশ্বাসের ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মণিরামপুরের নেহালপুর ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আতিকুজ্জামান জানান, এলাকাবাসীর তথ্যের ভিত্তিতে অজ্ঞাতপরিচয়ে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। এলাকার লোকজন দুপুরে ওই বৃদ্ধকে রাস্তার ওপর বসে থাকতে দেখেছেন।
তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে, লোকটির স্ট্রোকে মৃত্যু হতে পারে। এছাড়া তার মরদেহে কোথাও কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি।
মিলন রহমান/এসজে/এএসএম