ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল ভূমি অফিস সহায়কের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৬:০২ পিএম, ৩০ মার্চ ২০২১

যশোরের অভয়নগরে ট্রেনে কাটা পড়ে চঞ্চল হোসেন (৩৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ মার্চ) সকালে উপজেলার চেঙ্গুটিয়া এলাকার বালিয়াডাঙ্গা রেলক্রসিং থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত চঞ্চল হোসেন যশোর সদর উপজেলার হামিদপুর গ্রামের আতিয়ার মোল্যার ছেলে। তিনি শার্শা উপজেলা ভূমি অফিসের অফিস সহায়ক পদে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে বালিয়াডাঙ্গা রেলক্রসিং পার হওয়ার সময় যশোরগামী আন্তঃনগর ট্রেনের সামনে পড়ে একটি মোটরসাইকেল (যশোর-হ- ১৮-২৮৬৩)। এসময় মোটরসাইকেলটি ট্রেনের ইঞ্জিনে আটকে গিয়ে প্রায় ২০০ গজ দূরত্বে রেললাইনের পাশে ছিটকে পড়ে। ট্রেন চলে গেলে রেললাইনে পাশে দুমড়ে-মুচড়ে যাওয়া মোটরসাইকেল এবং চালকের খণ্ডবিখণ্ড মরদেহ পাওয়া যায়।

নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খান এহসান উল আলম বলেন, ‘বালিয়াডাঙ্গা রেলক্রসিং থেকে এক ব্যক্তির মরদেহ ও দুমড়ে-মুচড়ে যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। দুপুরে যশোর জিআরপি পুলিশের কাছে তা হস্তান্তর করা হয়।’

জিআরপি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম বলেন, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিত্রা এক্সপ্রেসে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন চঞ্চল হোসেন। মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

নওয়াপাড়া রেলওয়ের স্টেশনমাস্টার মো. মহসীন রেজা বলেন, বালিয়াডাঙ্গা রেলক্রসিংটি অরক্ষিত। মোটরসাইকেলযোগে রেলক্রসিং পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

মিলন রহমান/আরএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।