বেনাপোলে পৌনে দুই কেজি স্বর্ণসহ পাচারকারী আটক

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল
প্রকাশিত: ০৪:০১ পিএম, ০১ এপ্রিল ২০২১

যশোরের বেনাপোলে অভিযান চালিয়ে প্রায় কোটি টাকা মূল্যের ১৫টি স্বর্ণের বার উদ্ধার এবং একটি ইজিবাইকসহ রানা হামিদ (২৬) নামের এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার (১ এপ্রিল) সকাল ৭টার দিকে তাকে আটক করা হয়।

আটক রানা হামিদ যশোরের বেনাপোলের খলসি গ্রামের আব্দুল গাফ্ফারের ছেলে।

বিজিবির খুলনা ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ মনজুর-ই-এলাহী এতথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সকাল সাড়ে ৭টার দিকে অভিযান চালিয়ে সীমান্ত পিলার ১৭/৭-এস এর ১০০ আর পিলার থেকে এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পাঁচভূলট গ্রাম থেকে রানা হামিদকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে এক কেজি ৭৫০ গ্রাম ওজনের ১৫টি স্বর্ণের বার ও একটি ইজিবাইক উদ্ধার করা হয়। উদ্ধার স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৯৩ লাখ টাকা। উদ্ধারকৃত স্বর্ণের বার ও ইজিবাইকসহ আসামিকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন পুটখালী বিওপির টহল কমান্ডার কামাল হোসেন।

জামাল হোসেন/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।