জরাজীর্ণ স্বাস্থ্যকেন্দ্র যেন মাদক কারবারিদের অভয়াশ্রম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৩:৫০ পিএম, ২৭ এপ্রিল ২০২১

ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রটির বেহাল দশা। ভবনগুলোর ছাদ চুইয়ে পানি পড়ছে। বিভিন্ন স্থানে খসে পড়েছে পলেস্তারা। ভবনের চারপাশে ঝোঁপঝাড় আর জরাজীর্ণ অবস্থা দেখে মনে হয় এটি কোনো পরিত্যক্ত ভবন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ১৯৮৪ সালে নেদারল্যান্ড সরকারের অনুদানে ফরিদপুরের সদরপুর প্রধান সড়কের কৃষ্ণপুর এলাকায় ৪০ শতাংশ জায়গায় উপ-স্বাস্থ্য কেন্দ্রটি নির্মাণ ও পরিচালিত হয়ে আসছিল।

মূলভবনের সাথে স্টাফদের থাকার জন্য আরও দুটি ভবনসহ চারদিকে সীমানা প্রাচীর নির্মাণ করা হয়। দীর্ঘদিন ধরে এ অঞ্চলের মানুষ এখান থেকে স্বাস্থ্যসেবা পেয়ে আসছিল। কিন্তু নেদারল্যান্ড সরকার অনুদান বন্ধ করে দেয়ায় বিগত কয়েক বছর ধরে এ উপ-স্বাস্থ্য কেন্দ্রটিতে জনবল সংকটে পড়েছে। দিনের পর দিন বন্ধ থাকার কারণে ভবনগুলো রীতিমতো জরাজীর্ণ হয়ে পড়েছে।

স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, বর্তমানে ভবনগুলোতে মাদক কারবারিদের অভয়াশ্রমে রিণত হয়েছে। স্বাস্থ্য কেন্দ্রটি বন্ধ থাকায় এ অঞ্চলের প্রায় ৬০ থেকে ৬৫ হাজার মানুষ ১৫ কিলোমিটার দূরে সদরপুরে গিয়ে স্বাস্থ্য সেবা নিতে হচ্ছে। ফলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন মানুষ।

সদরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওমর ফয়সাল বলেন, ভবনটি পরিত্যক্ত হয়ে গেছে। ছাদের প্লাস্টার ধসে পড়েছে। যে কোনো সময় ভবনটি ধসে পড়ার সম্ভাবনা রয়েছে। জোড়াতালি দিয়ে আমরা দুই বছর চালানোর পর এখন আর মোটেই সম্ভব নয়।

তিনি আরও জানান, একজন মেডিকেল সহকারী ও একজন ভিজিটর দিয়ে পরিচালনা করেছিলাম। ভিজিটর অবসরে গেছে ও মেডিকেল সহকারী উপজেলায় করোনা সেবায় কর্মরত আছেন। তবে সরকার উদ্যোগ নিলে স্বাস্থ্য কেন্দ্রটি চালু করা সম্ভব।

আরএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।