কেজি দরে তরমুজ বিক্রি করায় ফরিদপুরে ব্যবসায়ীকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৭:০১ পিএম, ২৭ এপ্রিল ২০২১

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন বাজারে এবারই প্রথম তরমুজ কেজিদরে বিক্রি করছেন ব্যবসায়ীরা। প্রতি কেজি ৫০ থেকে ৬০ টাকা হওয়ায় ৪০০-৫০০ টাকার নিচে কোনো তরমুজ কিনতে পারছিলেন না ক্রেতারা। এ অবস্থায় ওই বাজারে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলা সদর বাজারের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলাম।

jagonews24

নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রমাণ পান তরমুজ ব্যবসায়ীরা পিস হিসেবে আড়ত থেকে কিনে ক্রেতাদের কাছে কেজি হিসেবে বেশি দামে বিক্রি করছেন। অভিযোগের সত্যতা পাওয়ায় তরমুজ ব্যবসায়ী একলাচ মিয়াকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে বাজারের অন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

jagonews24

এ প্রসঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুল ইসলাম জানান, গরমের সুস্বাদু ফল তরমুজ খেটে-খাওয়া মানুষের নাগালের বাইরে বিক্রি করছিলেন ব্যবসায়ীরা। তারা তরমুজ কম দামে পিস হিসেবে কিনে সাধারণ মানুষের কাছে খুচরা কেজি দরে বিক্রি করে আসছিলেন। সিন্ডিকেট করে প্রতি কেজি তরমুজ ৫০-৬০ টাকায় বিক্রি করছিলেন। এতে একটি তরমুজ ক্রেতাদের কিনতে হয় ৪০০ থেকে ৫০০ টাকায়। যা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে। এ অভিযোগের সত্যতা পাওয়ায় এক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকার জরিমানা ও অন্যদের সতর্ক করা হয়।

এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।