মামুনুল কাণ্ডে প্রধানমন্ত্রীকে নিয়ে উসকানিমূলক পোস্ট, আটক ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৯:২৫ এএম, ২৮ এপ্রিল ২০২১

হেফাজত নেতা মামুনুল হককে কেন্দ্র করে ফেসবুকে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি বিকৃত করে উসনিমূলক পোস্ট দেয়ার অপরাধে নারায়ণগঞ্জে দু’জনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (২৭ এপ্রিল) রাতে তাদেরকে তথ্য প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করে আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

আটকরা হলেন- রূপগঞ্জের নগরপাড়ার মৃত কদু মিয়ার ছেলে তরিকুল (২৯) ও ফতুল্লার তল্লা ছোট মসজিদ এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে ইমরান হোসেন (৩২)।

জেলা পুলিশের আইসিটি অ্যান্ড মিডিয়া বিভাগের দায়িত্বে থাকা হাফিজুর রহমান জানান, তাদেরকে তথ্য প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করে ডিবি আটক করেছে। হেফাজতের তাণ্ডবের সাথে তাদের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের নিজ এলাকা থেকে আটক করা হয়েছে। এ ব্যাপারে সংবাদ সম্মেলন করে পরে বিস্তারিত জানানো হবে।

শাহাদাত হোসেন/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।