তৃতীয় লিঙ্গের ২০০ জনকে খাদ্য সামগ্রী দিলেন নারায়ণগঞ্জ ডিসি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৬:০২ পিএম, ২৮ এপ্রিল ২০২১

করোনা পরিস্থিতিতে নারায়ণগঞ্জে ২০০ জন তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া খাদ্য সামগ্রী বিতরণ করলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মোস্তাইন বিল্লাহ।

বুধবার (২৮ এপ্রিল) দুপুরে স্বাস্থ্যবিধি মেনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি।

jagonews24

ডিসি মোস্তাইন বিল্লাহ বলেন, ‘এবার তৃতীয় লিঙ্গের ২০০ জন লোককে খাদ্য সামগ্রী দেয়া হয়। খাদ্যসামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিল ১০ কেজি চাল, ৩ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি ও এক কেজি লবণ।’

jagonews24

এ সময় উপস্থিত ছিলেন- স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) মো. মনিরুজ্জামান বকাউল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ সেলিম রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শামিম ব্যাপারী এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রহিমা আক্তারসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

মো. শাহাদাত হোসেন/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।